আজই মুক্তি পেতে পারেন এটিএম আজহার : আইনজীবী

জামায়াতনেতা এটিএম আজহারের খালাসের পর আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন, জামায়াতনেতা এটিএম আজহারের রায়ের সংক্ষিপ্ত কপি আজকে সরবরাহ করবেন আপিল বিভাগ। এতে করে আজ মঙ্গলবার (২৭ মে) বা আগামীকাল বুধবার (২৮ মে) জামায়াতনেতা এটিএম আজহার কারামুক্তি পাবেন।
শিশির মনির বলেন, এই মুহূর্ত থেকে এটিএম আজহার ইনোসেন্ট ম্যান। এই রায়ের মাধ্যমে সত্য প্রকাশিত হয়েছে। মিথ্যা দূর হয়েছে। মঙ্গলবার সকালে রায়ের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম আজকেই যেন মুক্তি পান এজন্য আজহারের আইনজীবীরা আদালতের কাছে অনুমতি চাইলে আদালত দ্রুত ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।
এর আগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মঙ্গলবার সকালের দিকে পিনপতন পরিবেশে এ রায় ঘোষণা করেন।
রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজা বাতিল করে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতনেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। এ প্রথম মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি আপিল বিভাগে খালাস পেলেন।