কোটালীপাড়ায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে নেতা-কর্মীরা উজ্জীবিত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে।
আগামী ১ জুন অনুষ্ঠিতব্য এই সম্মেলনকে সফল করতে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন দলীয় নেতাকর্মীরা সভাসমাবেশ করে যাচ্ছে। উপজেলা সদরের প্রতিটি স্থান ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। সম্মেলনে আগত কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের কাজুলিয়া থেকে কোটালীপাড়া পর্যন্ত শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।
জানা গেছে, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম জিলানী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে সামনে রেখে সব সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। বিএনপি নেতাদের পাশাপাশি সম্মেলনকে সফল করতে আমরাও কাজ করে যাচ্ছি।
কোটালীপাড়া পৌর বিএনপির সদস্য সচিব ওলিউর রহমান হাওলাদার বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগ পর প্রকাশ্যে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এতো বড় পরিসরে সম্মেলন হচ্ছে। এই সম্মেলনকে সামনে রেখে নেতা-কর্মীরা উজ্জীবিত।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল বশার হাওলাদার বলেন, সম্মেলনকে সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। আশা করছি কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির ইতিহাসে এটিই হবে সেরা সম্মেলন।
উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মহিউদ্দিন বলেন, সম্মেলন সফল করতে আমরা ইতোমধ্যে আমাদের সব সাংগঠনিক কাজ শেষ করেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। এই সম্মেলনে মাঠ পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে।