বান্দরবানে নদীতে ভেসে আসা পর্যটকের মরদেহের পরিচয় শনাক্ত

বান্দরবানের আলীকদম উপজেলায় মাতামুহুরী নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মরদেহটি পর্যটক শেখ জুবাইরুল ইসলামের। আজ বৃহস্পতিবার (১২ জুন) ভোরে আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাজার পাড়ার কানাইমাঝির ঘাট এলাকা থেকে নদীতে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
শেখ জুবাইরুল ইসলাম নড়াইলের লোহাগড়া উপজেলার ধলইতলা পাচুড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম শেখ হিদায়েতুল ইসলাম ও মায়ের নাম মোছা. কামরুন্নাহার।
জানা গেছে, কয়েকদিন আগে ২০ জনের একটি পর্যটক দলের সঙ্গে দুজন গাইডের মাধ্যমে তৈনখালের আগায় কিস্টোল পাহাড়ের চূড়ার দিকে ভ্রমণে গিয়েছিলেন জুবাইরুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, ফরেস্ট ঘাট এলাকা থেকে বেওয়ারিশ মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে পরিচয় শনাক্ত করে দেখা গেছে পর্যটক শেখ জুবাইরুল ইসলামের মরদেহ। তিনি একটি গ্রুপের সঙ্গে কয়েকদিন আগে তৈনখালের আগায় ভ্রমণে গিয়েছিলেন। গ্রুপের অন্যদের খোঁজ পাওয়া যায়নি। দুর্গম নেটওয়ার্ক ও যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা হওয়ায় তাদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।