ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি জাবেদ, সাধারণ সম্পাদক মিশন

আইন ও বিচারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। সভাপতি পদে এনটিভির বিশেষ প্রতিনিধি হাসান জাবেদ ও সাধারণ সম্পাদক পদে নিউএজের সিনিয়র রিপোর্টার মনিরুজ্জামান মিশন নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (২৭ জুন) বার্ষিক সাধারণ সভা শেষে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাশ গুপ্ত এই ফলাফল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুজ্জামান ও তোফায়েল হোসেন।
এর আগে সুপ্রিম কোর্ট বারের দক্ষিণ হলে ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন—সহসভাপতি পদে আহাম্মেদ সরোয়ার হোসেন ভূঁঞা (বাংলাভিশন), যুগ্ম সম্পাদক আরাফাত মুন্না (বাংলাদেশ প্রতিদিন), অর্থ সম্পাদক মনজুর হোসাইন (চ্যানেল টোয়েন্টি ফোর), সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ (আজকের পত্রিকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ আখতার (এটিএন নিউজ), প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস তানভী (বিবিসি বাংলা)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ওয়াকিল আহমেদ হিরন (সমকাল), বিকাশ নারায়ণ দত্ত (জনকণ্ঠ), হাবিবুর রহমান (বাসস), ফজলুল হক মৃধা (জাগো নিউজ) নির্বাচিত হয়েছেন।
বার্ষিক সাধারণ সভায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, এলআরএফের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, আশুতোষ সরকার, মাশহুদুল হক, শামীমা আক্তার, ফোরামের সিনিয়র সদস্য কাজী আব্দুল হান্নানসহ ফোরামের সাবেক ও বর্তমান কমিটির নেতারা এবং ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।