পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি

পটুয়াখালীর দুমকি থানার মাত্র ৫০০ গজ দূরে বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (৩০ জুন) দিবাগত রাতে দুমকি উপজেলার শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখেরও বেশি টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, বীর মুক্তিযোদ্ধা মজিদ খান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার এবং উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। প্রতিদিনের মতো ঘটনার দিন রাতে খাওয়া-দাওয়া করে সবাই ঘুমিয়ে যান। রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের সশস্ত্র ডাকাত দল কৌশলে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি ককরে। পরে একটি রুমে আটকে মারধর করে তাদেরকে। দুইজন ডাকাত সদস্য তাদের পাহারায় ছিলেন। বাকি ডাকাত সদস্যরা ঘরের ওয়ারড্রব, ড্রেসিং টেবিল ও আলমারির লকার ভেঙে কমপক্ষে ২৭ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখেরও বেশি দলিলপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আ. মজিদ খান বলেন, আমার বাসায় ভাই, বোন ও মেয়ের প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার গচ্ছিত ছিল। ডাকাতেরা সব স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখ টাকা, দলিলপত্র, বিভিন্ন ব্যাংকের চেক ও চারটি মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ডাকাতি মামলা রুজু হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।