সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের অভিযোগ

সীমান্তের ফাইল ছবি
নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ইব্রাহিম (৪০) নামে এক বাংলাদেশি নিহতের অভিযোগ উঠেছে।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার নিতপুর সীমান্তের ২২৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম সাপাহার উপজেলার রোদগ্রামের বাসিন্দা।
স্থানীয়রা বলেন, ইব্রাহিম গরু আনতে নো-ম্যানস ল্যান্ড এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিতপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ সুবেদার মাহফুজ আলম বলেন, ঘটনার পর থেকে বিএসএফ সদস্যরা গুলির ঘটনা অস্বীকার করে আসছে। তবে মরদেহ উদ্ধারে বিএসএফের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বিজিবি।