রাজশাহীতে গাছ লাগিয়ে এনটিভির বর্ষপূর্তি উদযাপন

জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির ২২ বছর পূর্তি ও ২৩ বছরে পদার্পণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে রাজশাহীতে। এ কর্মসূচির আওতায় বিভিন্ন ভেষজ, ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়।
গতকাল রোববার (৬ জুলাই) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর ও হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, ‘এনটিভির এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। পরিবেশ রক্ষায় এনটিভি যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, তা দেশের জন্য ভালো সুফল বয়ে আনবে। আমি এনটিভি পরিবারের সদস্য এবং কলাকুশলীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। শুধু এনটিভিই নয়, বর্ষা মৌসুমে আমরা সবাই যেন গাছ লাগিয়ে পরিবেশ রক্ষা ও বনায়নে ভূমিকা রাখি।’
আরএমপি কমিশনার এনটিভির প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘এনটিভি দেশবাসীর জন্য সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আশা করি, ভবিষ্যতেও তারা গণমানুষের পক্ষে থেকে বিশ্বস্ত সংবাদ উপহার দিবে।’
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, এনটিভির রাজশাহী ব্যুরোর সিনিয়র রিপোর্টার শ.ম. সাজু, এনটিভির রাজশাহী অফিসের ক্যামেরাপারসন শরিফুজ্জামান রয়েল, এনটিভির অনলাইন প্রতিবেদক আবু সাঈদ রনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর তাঁতী দলের সভাপতি কাজল, মহানগর বিএনপির সদস্য আরিফুল শেখ বনি, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামছুল আলম মিলু প্রমুখ।
এর আগে, নগরীর হাজী মোহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গাছ রোপণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক সহ-সভাপতি আসিফ হোসেন আকুল, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সুজন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন, দৈনিক খোলা কাগজের প্রতিবেদক হাবিবুর রহমান, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি আমানুল্লাহ আমান প্রমুখ।