‘নতুন বাংলাদেশ গড়ার প্রথম সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা’
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা। এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি। হাতে কলমে কাজ করার সময় চলে এসেছে। বিশ্ব ব্যবস্থা এমন জায়গায় গিয়েছে প্রযুক্তি শিখতে হবে। রাষ্ট্র চায় তারা কারিগরি দক্ষতা গ্রহণ করে দক্ষ হবে।
আজ সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।
ড. রফিকুল আবরার বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-শিক্ষক, অভিভাবক শ্রমিকসহ সবার অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ে তুলেছে। সমগ্র জাতি এ ছাত্রদের পেছনে এসে দাঁড়িয়েছিলেন। এই জুলাই মাসে সেই ছাত্ররা জাতিকে মুক্ত করে নতুন বাংলাদেশ বির্ণিমাণে কাজ করছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, শিক্ষা প্রতিষ্ঠানটির সভাপতি মো. জামাল উদ্দিন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনসহ অন্যান্যরা।