জুলাই বিপ্লবে শহীদদের আত্মদানেই নতুন বাংলাদেশ পেয়েছি : ঢাকা রেঞ্জ ডিআইজি

জুলাই শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করে বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ‘জুলাই বিপ্লবে শহীদদের আত্মদানের মাধ্যমেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।’
আজ সোমবার (৭ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা পুলিশকে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের গাড়ি উপহার প্রদান অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
রেজাউল করিম মল্লিক বলেন, ‘এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে সারা বাংলাদেশে আস্থার সৃষ্টি হয়েছে, উন্নয়ন হচ্ছে—বাংলাদেশ একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে।
অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নুর মোহাম্মদ ভবিষ্যতেও পুলিশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আলহাজ নুর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক সংসদ সদস্য আলহাজ নুর মোহাম্মদ, আরহাজ নুর মোহাম্মদ ট্রাস্টের পরিচালক হাজি মাহবুবুল হক আফানুর, মুন্সীগঞ্জ জেলা যমুনা ব্যাংকের সব শাখার ব্যবস্থাপকসহ জেলা ও থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।