আরও চার মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর

নীলফামারীতে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগনেতা ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে। গতকাল মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন ভার্চ্যুয়ালি এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চার মামলায় পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঢাকার কাশিমপুর কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে যুক্ত ছিলেন তিনি।
এর আগে, রাজধানীর মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিয়াম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। গত বছরের ১৫ সেপ্টেম্বর সিয়াম হত্যা মামলায় এবং ২৯ সেপ্টেম্বর মামুন হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
নীলফামারীর চার মামলার মধ্যে বিএনপিনেতা গোলাম রব্বানী ও জামায়াতকর্মী আবু বক্কর সিদ্দিক হত্যা মামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা-ভাঙচুর এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে।
নীলফামারী কোর্ট ইন্সপেক্টর জিন্নাত আলী জানান, চার মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের প্রেক্ষিতে ভার্চ্যুয়ালি আদালত বসিয়ে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় কোর্ট ইন্সপেক্টর ও তদন্ত কর্মকর্তারা আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসাদুজ্জামান নূর নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হন।