গোপালগঞ্জের রাজপাট বাজার থেকে ৩৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ

গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সরকারি জায়গা থেকে অবৈধ ৩৩ স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন। ছবি : এনটিভি
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে সরকারি জায়গা থেকে অবৈধ ৩৩টি স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজপাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার জানান, কাশিয়ানী উপজেলার রাজপাট বাজারের সরকারি জায়গার ওপর অবৈধ স্থাপনা উঠিয়ে ব্যবসা চালিয়ে আসছিল স্থানীয় ব্যবসায়ীরা। প্রশাসনের পক্ষ থেকে এসব অবৈধ স্থাপনা সরানোর জন্য তাদেরকে নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশ অমান্য করে নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছিল তারা। তাই আজ ওই জায়গা থেকে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।