নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি

নোয়াখালীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার কোথাও বৃষ্টিপাত না হওয়ায় পানি নামতে শুরু করেছে বিভিন্ন প্লাবিত এলাকা থেকে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে টানা ভারি বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পানির ঢলে প্রথমে জলাবদ্ধতা এবং পরে বন্যা দেখা দেয়। এতে পুরো জেলায় প্রায় ১ লাখ ৯২ হাজার ৫০৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৬টি পরিবার। জেলার বিভিন্ন উপজেলায় ৪৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে ১ হাজার ৮৫০ জন নারী, পুরুষ ও শিশু আশ্রয় নিয়েছেন।
তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বন্যায় ৪৬টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭ হাজার ২৬০ একর ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া, প্রায় ৮ হাজার ৭২০টি গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৪০ হাজার মৎস্য খামার ভেসে গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান জানান, দুর্গত মানুষের মাঝে এখন পর্যন্ত ১ হাজার ৮১০টি প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া ৪৮৪ মেট্রিক টন চাল এবং ১২ লাখ টাকা নগদ সহায়তা বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কার্যক্রম আরও কয়েকদিন চলবে।