৮ ঘণ্টা পর সড়ক ছাড়লেন সিএনজি অটোরিকশার চালকেরা

৮ ঘণ্টা পর রাজধানীর বনানীর সড়ক থেকে সরেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। আজ রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে তারা সড়ক ছাড়েন।
আজ সকাল থেকে রাজধানীর বাইরের সিএনজিচালিত অটোরিকশার চালকেরা বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করে রাখেন। সকাল ১০টার দিকে তারা ফুটপাতে অবস্থান নেন। পরে সোয়া ১২টা থেকে বিআরটিএ ভবনের গেট বন্ধ করে দিয়ে মূল সড়কে তারা অবস্থান গ্রহণ করেন। সেখান থেকে সন্ধ্যা পর্যন্ত কার্যত সড়ক ছিল স্থবির।
সন্ধ্যা সোয়া সাতটার দিকে তজিবুর নামের এক আন্দোলনরত সিএনজি অটোরিকশা চালক বলেন, ‘সেনাবাহিনী এসেছিল। তারা আন্দোলনকারীদের সঙ্গে নিয়ে বিআরটিএ ভবনে গেছে। বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেছে। আমরা সড়ক ছেড়ে দিলেও এখানেই অবস্থান করছি।’
ঢাকা জেলার সিএনজি চালকদের দাবি, ঢাকা জেলার অন্তর্গত সিএনজিগুলোকে ঢাকা মহানগরে চলতে দিতে হবে। এজন্য কোনো ধরনের মামলা দিতে পারবে না ঢাকা মহানগর পুলিশ।