মিটফোর্ডের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিটফোর্ডের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। যে ছেলেটিকে হত্যা করা হয়েছে সে বিএনপি করতো। তার পারিবারও বিএনপির সমর্থক। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ভিডিও দেখা যাচ্ছে, একজন খুব কাছ থেকে ভিডিও করেছে। কোনো নড়াচড়া নেই।
আজ সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে মির্জা আব্বাস এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচার এবং মিটফোর্ডের হত্যাকাণ্ডের পাশাপাশি সারা দেশে সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এ সমাবেশ আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।
মির্জা আব্বাস বলেন, ‘আমি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির একটি ছবি দেখাতে পারবো। এনসিপি নেতার সঙ্গে মাহিন নামের একজনের ছবি আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি। দেখাতে পারবো। কিন্তু এ ঘটনায় বিএনপির ওপর দায় চাপিয়ে দেওয়া চেষ্টা করা হচ্ছে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘এরশাদের সময়ে এরশাদের কাঁধে ভর করেন। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাঁধে ভর করেন। বিএনপির সময় বিএনপির কাঁধে ভর করবেন। নিজের মুরোদ নেই।’ তিনি বলেন, ‘আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। তখন কোথায় ছিল জামায়াত, চরমোনাই?’