সাবেক সিআইডি পরিদর্শক ইকরামের পাঁচ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের সাবেক গোয়েন্দা কর্মকর্তা এবং বর্তমানে সিআইডি ফরিদপুরের পরিদর্শক মো. ইকরাম আলী মিয়া, তার স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট অন্যদের নামে থাকা পাঁচ কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে সহকারী পরিচালক মো. আলিয়াজ হোসেন এই আবেদন করেন।
জব্দের আদেশ দেওয়া এসব জমি ও ফ্ল্যাট ঢাকার ধানমন্ডি, গুলশান, বাড্ডা, কেরানীগঞ্জ এবং গোপালগঞ্জে অবস্থিত, যার সর্বমোট মূল্য পাঁচ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৭২১ টাকা। এসব সম্পত্তির স্বার্থ-সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা হলেন—রওশন আরা বেগম, তানিয়া আক্তার ও মো. ইমদাদুল হক।
দুদকের আবেদন সূত্রে জানা যায়, ইকরাম আলী ও তার স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন। দুদক আবেদনে উল্লেখ করেছে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অবৈধ পন্থায় অর্জিত সম্পদ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টায় রয়েছেন তারা। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অবিলম্বে তার নিজের, স্ত্রী কানিজ ফাতেমা মুক্তা এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের উল্লিখিত স্থাবর সম্পদসমূহ জব্দ করা প্রয়োজন। এসব সম্পত্তি জব্দ করা না হলে বিচারকালে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব হবে না, যা রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে।