পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী শহীদুলের ৬ বছরের কারাদণ্ড

তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমের ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ রোববার (২০ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকরিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।
বিচারক তার রায়ে তথ্য গোপনে দুদক আইনের ২৬ (২) ধারায় তিন বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। এছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড না দিলে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। তবে দুই ধারায় সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ তিন বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। আসামি জেল হাজতে থাকায়, ফৌজদারি কার্যবিধির ৩৫৭ ধারা অনুযায়ী সেই সময়সীমা মূল সাজার মেয়াদ থেকে বাদ যাবে।
এ বিষয়টি সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক আসামির অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এদিন রায় ঘোষণার সময় শহীদুল আলম আদালতে উপস্থিত ছিলেন এবং সাজা ঘোষণার পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা গেছে, শহীদুল আলম সম্পদের তথ্য বিবরণীতে ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপন করেন এবং সরকারি দায়িত্ব পালনকালে তা অবৈধভাবে অর্জনের অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঁইয়া বাদী হয়ে ২০১৭ সালের ২৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৮ সালের ১৪ নভেম্বর শহীদুল আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী এস এম এম আখতার হামিদ ভূঁইয়া।