উত্তরা ট্র্যাজেডিতে এগিয়ে আসা চিকিৎসকদের ধন্যবাদ জেডআরএফের

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের পাশে দাঁড়ানো, চিকিৎসায় নিয়োজিত থাকা এবং নানাভাবে সাহায্য-সহযোগিতা করা চিকিৎসকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
আজ মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার এই ধন্যবাদ জ্ঞাপন করেন। বার্তায় বলা হয়, ‘দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আপনাদের এমন মানবিক সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে জাতির যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে আপনাদের এমন তৎপরতা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। আপনাদের সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি।’
এছাড়া, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। ডা. ফরহাদ হালিম ডোনার জানান, জেডআরএফ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে, আহত শিশু শিক্ষার্থী ও ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।