ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতয়ালী থানা।
আজ বুধবার (২৩ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. পারভেজ (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩৮)।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুলকে গ্রেপ্তার করে কোতয়ালী থানার পুলিশ।
গত ৯ জুলাই বিকেলে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়ি আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ ও র্যাব ৯ আসামিকে গ্রেপ্তার করেছিল। এই দুজনের গ্রেপ্তারের মাধ্যমে সোহাগ হত্যার ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করো হলো।
ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নতুন করে গ্রেপ্তার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।