ওহির ‘মা’কে খুঁজে পাওয়া গেল নিথর, নিস্তব্ধ

অবশেষে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফসান ওহির ‘মা’কে খুঁজে পাওয়া গেছে। তবে জীবিত নয়, মৃত; নিথর, নিস্তব্ধ, অচেনা অবয়বে। উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় চেনা মুখগুলো আগুনে পুড়ে অচেনা হয়ে গেছে। শিক্ষার্থী, অভিভাবক ও দুই শিক্ষকসহ ত্রিশেরও অধিক জীবনপ্রদীপ চিরতরে নিভে গেছে এ দুর্ঘটনায়। সেই দুর্ঘটনায় মারা যাওয়া পাঁচটি অজ্ঞাত মরদেহের একটি আট বছরের ওহির মা আফসানা আক্তার প্রিয়ার।
ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে আজ বুধবার (২৩ জুলাই) সেই পরিচয় নিশ্চিত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও কিন্তু কোনো স্বস্তি নয়, বরং এক নীরব কান্নার নাম হলো প্রিয়া। মাত্র দুদিন আগে, ২১ জুলাই সকালে প্রিয়ার হাত ধরে স্কুলে গিয়েছিল ছোট্ট ওহি। স্কুল ছুটির ঘণ্টা বাজেনি তখনো। আচমকা আকাশ-বাতাস ফুঁড়ে শোনা গেল বিস্ফোরণ। ধ্বংসস্তূপ আর আগুনের উত্তাপে অঙ্গার হয়ে মিলিয়ে গেলো সেই মা, যার হাত ধরেই ওহি এই পৃথিবী চিনেছে।
আরও পড়ুন : ‘মা কই?’ অপেক্ষায় আট বছরের ওহি
এরপর থেকে ওহির একটাই প্রশ্ন—মা কই? ওহির সেই প্রশ্নের কোনো জবাব ছিল না পরিবারের কারও কাছে।
আজ ফিরে এসেছে ওহির মা। মিলেছে জবাব। কিন্তু এমন এক উত্তর, যা দিয়ে শিশুর কান্না ভোলানো যে পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই সম্ভব নয়, সে কথা ওহিকে কে বোঝাবে? বুকের গহীনে এক শূন্যতা নিয়ে ওহি বেড়ে উঠবে এ পৃথিবীতে। একটু বড় হলে ওহিকে যদি কেউ প্রশ্ন করে মা কই? ওহি হয়তো উত্তরে বলবে মা থাকে ওই দূর আকাশে তারার মাঝে…।