আত্রাই নদীতে নৌকা ডুবি, যুবক নিখোঁজ

নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদীতে নৌকা ডুবে নয়ন হোসেন (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কলম ইউনিয়নের নুরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নয়ন একই গ্রামের মহির উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুরপুর গ্রামের একটি মাঠে ফুটবল টুর্নামেন্ট ছিল। খেলাটি দেখতে নয়নসহ অনেকে নৌকায় করে নদী পার হচ্ছিলেন। এ সময় ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানো ও প্রবল বাতাসের কারণে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও নয়ন নদীতে তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুঁজি করেও নয়নের কোনো সন্ধান পাননি। পরে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে রাজশাহীর ডুবুরি দল সন্ধ্যায় এসে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে রাত ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়েও নয়নের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান আপাতত স্থগিত করা হয়। আজ শনিবার (২৬ জুলাই) পুনরায় উদ্ধার তৎপরতা শুরু হবে।