স্বাস্থ্যে নিজের পকেট থেকে মানুষ বেশি ব্যয় করে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগ এত কম যে, দেশের মানুষ তাদের পকেট থেকে সবচেয়ে বেশি এই খাতে ব্যয় করে, কিন্তু এর দায়িত্ব সরকারের। সোমবার (২৮ জুলাই) রাজধানীর উত্তরার ১৭ নম্বর সেক্টরে অবস্থিত উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়াদের বাসা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সোনিয়াদের সমবেদনা জানাতে যান আমীর খসরু। সোনিয়া তার তৃতীয় শ্রেণীতে পড়া মেয়ে আসমাউল হুসনা জায়রাকে আনতে গিয়ে নিহত হন।
এ সময় সাংবাদিকদের আমীর খসরু বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবার বিষয়টা আমাদের দেশে আমরা দিতে পারছি না। একটা দুর্ঘটনা ঘটেছে, সেটাই সামাল দেওয়া যাচ্ছে না। এরকম তো এক সঙ্গে চারটাও হতে পারে। তো এটা দুঃখের বিষয়। আগামী দিনে স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং এটাকে পেশাগতভাবে কার্যকর করতে হবে।
নিহতদের প্রসঙ্গে সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, এই পরিবারগুলোর জন্য বেদনাদায়ক। তাদের এই বেদনা নিয়ে বাঁচতে হবে। তারেক রহমান সাহেবের নির্দেশ, যত সহযোগিতা প্রয়োজন আমাদের দলের পক্ষ থেকে তা করার চেষ্টা করব। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, এরকম একটা দুর্ঘটনা কেন হলো? হওয়ার পর স্বাস্থ্য সেবা নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটা নিয়েও চিন্তা করা দরকার। এটা সবার জন্য শিক্ষণীয় বিষয়। তিনি আরও বলেন, এর সঙ্গে যে সব পক্ষ আছে তাদেরও চিন্তা করা দরকার। সবার পক্ষ থেকে চিন্তা-ভাবনা করে, এই দুর্ঘটনার পেছনে কারণগুলো কী ছিল, বার্ন ইউনিটের স্বল্পতা দেখেছি। সুতরাং এগুলোর সমাধান আমাদের করতে হবে।
এ সময় বিএনপির উত্তরা এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।