নাভানা সিএনজির পর্ষদ সভা মঙ্গলবার

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সভায় কোম্পানির পর্ষদ ২০১৫ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের শেয়ারের দাম দাঁড়ায় ৫৭ টাকা ৯০ পয়সা। গত এক মাসে এর সর্বনিম্ন দাম ছিল ৫৪ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৫৭ টাকা ৯০ পয়সা।
সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৬ দশমিক ৭৩।
২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় প্রতিষ্ঠানটি। এর মোট শেয়ারের মধ্যে ৪২ দশমিক ৬৫ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৯ দশমিক ৭৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৭ দশমিক ৫৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
২০১৪ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের জন্য নাভানা সিএনজি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই হিসাব বছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৬ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৮ টাকা ১৪ পয়সা।