১৫ শতাংশ লভ্যাংশ দেবে পেনিনসুলা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি পেনিনসুলা চিটাগং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেবে। আজ মঙ্গলবার কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশে শেয়ারহোল্ডারদের সম্মতি পেতে আগামী ২৫ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ২৮ অক্টোবর।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ২৭ পয়সা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৮৪ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ওই বছর এর ইপিএস হয় দুই টাকা ৭০ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ৫৪ টাকা ৭৫ পয়সা।