ডিএসইতে ৮২ শতাংশ শেয়ারের দরপতন

দেশের শেয়ারবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার বড় ধরনের দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮২ শতাংশ শেয়ারের দাম কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ৭৯ শতাংশ শেয়ার দাম হারিয়েছে। উভয় এক্সচেঞ্জে লেনদেনও কমেছে উল্লেখযোগ্য পরিমাণ।
ডিএসইতে আজ ৩১৭টি কোম্পানির আট কোটি ৫২ লাখ ৩৬ হাজার ৯১৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩১০ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকা, যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি ৬০ লাখ টাকা কম। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ২৬৩টির ও অপরিবর্তিত ছিল ২৫টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৬৮.৫৯ পয়েন্ট কমে ৪৬০৮.০৩, ডিএস-৩০ মূল্যসূচক ২৩.০১ পয়েন্ট কমে ১৭৪৩.৪৮ ও ডিএসইএস শরিয়াহ সূচক ২০.২৩ পয়েন্ট কমে ১০৯৪.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ২৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন কমেছে পাঁচ কোটি ৬১ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম স্টিল, সাইফ পাওয়ার, কেডিএসএ লিমিটেড, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, বিএসআরএম লিমিটেড, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার ও সিভিও পেট্রোকেমিক্যাল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : কেঅ্যান্ডকিউ, আইপিডিসি, বার্জার পেইন্টস, ব্র্যাক ব্যাংক, মাইডাস ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, পদ্মা লাইফ, মেঘনা পিইটি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও আজিজ পাইস।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : সাইফ পাওয়ার, কেডিএসএ লিমিটেড, মডার্ন ডায়িং, অ্যাপেক্স ফুডস, ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক অ্যাকসেসরিজ, পপুলার লাইফ, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ইমাম বাটন ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স।