ইউপিজিডিসিএল ও দুই অঙ্গপ্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া বাতিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) সঙ্গে দুটি অঙ্গপ্রতিষ্ঠানের একীভূতকরণ প্রক্রিয়া বাতিল করেছেন আদালত।
গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাহজাহান উল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমেটেডের সঙ্গে ইউনাইটেড পাওয়ারের একীভূতকরণের প্রক্রিয়া বাতিলের রায় দিয়েছেন আদালত।
গত ৪ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোম্পানি দুটির সঙ্গে ইউনাইটেড পাওয়ারের একীভূতকরণের পরিকল্পনা বাতিলের বিষয়টি অনুমোদন করে। এর আগে কোম্পানি দুটি শেয়ারহোল্ডারদের সঙ্গে বৈঠকে ইউনাইটেড পাওয়ারের একীভূতকরণের পরিকল্পনা বাতিল করেছে। তবে এ সিদ্ধান্ত কার্যকরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অনুমতির প্রয়োজন হয়।
গত ২৮ জুলাই একীভূতকরণের পরিকল্পনা বাতিলের অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন জানায় আশুগঞ্জ পাওয়ার লিমিটেড ও শাহজাহান উল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমেটেড।
২০১৫ সালের ১৬ সেপ্টেম্বর আশুগঞ্জ পাওয়ার লিমিটেড, শাহজাহান উল্লাহ পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পরিচালনা পর্ষদ একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ অনুমতিও দেয়। কিন্তু এরপরই পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ওই অনুমতির বিরুদ্ধে আপিল করে।
ইউপিজিডিসিএলের কোম্পানি সচিব মাহফুজুল হক বলেন, ২০১৫ সালের সেপ্টেম্বরে ইউনাইটেড পাওয়ারের সঙ্গে দুটি কোম্পানির একীভূত করার সিদ্ধান্ত হয়েছিল। কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অনুমোদন দেয়। পরে নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসির পর্যবেক্ষণের আলোকে তারা এর বিরুদ্ধে আপিল করে। এর ধারাবাহিকতায় কোম্পানিগুলো আবার আগের সিদ্ধান্ত বাতিলের জন্য আদালতে আবেদন করে। সেই আলোকেই অঙ্গপ্রতিষ্ঠানগুলোর একীভূতকরণের প্রক্রিয়া বাতিল করেছেন আদালত।