কুয়েট ভিসির অপসারণের দাবিতে ইবি শিক্ষার্থীদের অনশন কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বুধবার অনশনে বসেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনকৃত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে উপাচার্যের (ভিসি) অপসারণের দাবিতে অনশনে বসেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের বিপরীতে অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সমন্বয়ক এস এম সুইটসহ আরও কয়েকজন শিক্ষার্থী।
সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের প্রতি বারবার ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। সেখানকার শিক্ষার্থীরা মনে করছেন ভিসির নৈতিক অবক্ষয় হয়েছে এবং তিনি সেই চেয়ারে বসার যোগ্য না। আমাদের ভাইয়েরা ৪৮ ঘণ্টা অনশনে আছেন। তাই যতক্ষণ পর্যন্ত কুয়েট ভিসির পদত্যাগ হবে না ততক্ষণ আমরা এ অনশন কর্মসূচি পালন করব।’