বিশ্ব বই ও মেধাস্বত্ব দিবস উপলক্ষে ঢাবিতে আলোচনা সভা

বিশ্ব বই ও মেধাস্বত্ব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ বিভাগে আলোচনা সভার আয়োজন করা হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদে এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান ড. শিল্পী বেগম, বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান অধ্যাপক ড. সুধাংশু শেখর রায়, বিশিষ্ট কবি ও বিভাগের খণ্ডকালীন শিক্ষক ড. বিমল গুহ, মোহসিনা ইসলাম, সনজীব কান্তি দাস সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সভা সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক শেখ জিনাত শারমিন।
বই পাঠের গুরুত্ব, মানুষের ব্যক্তিত্ব গঠন ও মনের বিকাশে বইয়ের ভূমিকা ও আনন্দময় পাঠ নিয়ে সভায় আলোচনা হয়। মূল আলোচনার শেষে শিক্ষার্থীদের বই পাঠে উদ্বুদ্ধ করতে নিজেদের প্রিয় বই, বইয়ের সাথে পরিচয়, বইটি কেন প্রিয় বইয়ের তালিকায় রয়েছে, সেসব বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা হয়।
নতুন প্রজন্মকে বই পাঠে সম্পৃক্ত করতে এবং পাঠাভ্যাস বাড়াতে বইকে ঘিরে নানান আয়োজনের গুরুত্ব সম্পর্কে আলোচকগণ তাঁদের বক্তব্যে তুলে ধরেন।
ইউনেস্কো ১৯৯৮ সালে ২৩ এপ্রিল বই দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থকে পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি উদযাপন করা হয়ে থাকে।