মাভাবিপ্রবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ শুক্রবার। ছবি : এনটিভি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও মাভাবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
চলতি বছর গুচ্ছভুক্ত ২১ বিশ্ববিদ্যালয়ে ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন মোট ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী। এর মধ্যে মাভাবিপ্রবিতে পরীক্ষা দিয়েছেন ১ হাজার ৮১৯ জন।
আগামী ৯ মে অনুষ্ঠিত হবে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে অংশ নেবেন ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী। মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন ৭ হাজার ৩০৭ জন পরীক্ষার্থী।