ববি উপাচার্য অপসারণের দাবিতে প্রশাসনিক ভবনে তালা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শারমিনের অপসারণের দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সব দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে।
আজ মঙ্গলবার (৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন এবং পরে সব দপ্তরে তালা ঝুলিয়ে দেন। শিক্ষার্থীরা বলেন, উপাচার্যকে অবিলম্বে অপসারণ করতে হবে, না হলে তারা দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন করছেন, শিক্ষার্থীদের ২২ দফা দাবি বাস্তবায়ন করেননি এবং যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নামে মামলা দায়ের করেছেন। এই কারণেই তারা উপাচার্যের অপসারণ দাবি করছেন।
আন্দোলনরত শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, ৬ মাস আগে আমরা ২২ দফা দাবি তুলে ধরেছিলাম, কিন্তু আজও বাস্তবায়ন হয়নি। বরং আমাদের নামে মামলা হয়েছে।
আরেক শিক্ষার্থী আবদুর রহমান বলেন, ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমি উপাচার্যের সহায়তার আবেদন করেও কোনো সহযোগিতা পায়নি। দীর্ঘ সময় আবেদনটি দপ্তরে পড়ে থাকলেও উপাচার্য স্বাক্ষর করেননি। ফলে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়েছে। এমন অমানবিক একজন উপাচার্য আমরা চাই না।
শিক্ষার্থী আশিক আহমেদ বলেন, উপাচার্য দুর্নীতিবাজ, অদক্ষ এবং স্বৈরাচারী আচরণ করছেন। তিনি পদত্যাগ না করলে আন্দোলন আরও কঠোর হবে।
গত ১৫ দিন ধরে চলমান আন্দোলন গত রোববার এক দফা দাবিতে রূপ নেয় উপাচার্যের অপসারণ। এই আন্দোলনে ববির সব সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন সংহতি প্রকাশ করেছে।
উল্লেখ্য, আন্দোলনের মাঝেও এখনও বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সচল রয়েছে।