বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার (১২ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে। গতকাল রোববার (১১ মে) আন্দোলনের ২৬তম দিনে সন্ধ্যায় একটি মশাল মিছিল শেষে এই ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা মশাল মিছিলের মাধ্যমে উপাচার্যের বিরুদ্ধে নানা স্লোগান দেন এবং তাকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ার ঘোষণা দেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ জানান, আমরা একাডেমিক শাটডাউনের সিদ্ধান্তের কথা বিভাগীয় প্রধানদের চিঠির মাধ্যমে জানিয়েছি। শিক্ষকরা যেন এতে সহযোগিতা করেন, সে আহ্বানও জানানো হয়েছে। শাটডাউন চলাকালে পূর্ব নির্ধারিত পরীক্ষাসহ জরুরি সেবা অব্যাহত থাকবে, তবে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান উন্মেষ রায় বলেন, শিক্ষার্থীদের দেওয়া চিঠি পেয়েছি। আমরা আগেই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছি। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আমি মনে করি, যাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক কেউ-ই চায় না, তাকে এখান থেকে সরিয়ে নেওয়া উচিত।
আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, উপাচার্য ড. শুচিতা শরমিন দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছেন, অথচ তিনি উন্নয়নমূলক কোনো দৃশ্যমান কার্যক্রম বাস্তবায়ন করতে পারেননি। তারা আরও অভিযোগ করেন, তার অবহেলায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কার্যক্রমে সহায়তা করেছেন তিনি।