সমালোচনার মুখে রাকসু নির্বাচনের তারিখ ফের পরিবর্তন

সমালোচনার মুখে নয় ঘণ্টার ব্যবধানে ফের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করার ঘোষণা দিলে ওইদিন দুর্গাপূজা শুরুর কারণ দেখিয়ে প্রতিবাদ করে ছাত্রদল, ছাত্রশিবিরসহ সাধারণ শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন জরুরি বৈঠকে বসে নির্বাচনের তারিখ পুনরায় ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) নির্ধারণ করে।
বুধবার রাতে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, যেহেতু ২৮ তারিখ সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠী, বিষয়টিকে সম্মান জানিয়ে নির্বাচনের তারিখ এগিয়ে আনা হয়েছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী আগামী ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে বিক্ষোভ করছিল, আমরাও তা অনুধাবন করেই এ সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে, বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে নির্বাচনের তারিখ ২৮ সেপ্টেম্বর ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।
নতুন এ তারিখ ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে। তারা বলছেন, আগামী ২৮ তারিখ থেকে দুর্গাপূজার মহাষষ্ঠী। অন্যদিকে তারিখ পেছানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
নতুন তারিখ অনুযায়ী মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ৩১ আগস্ট, মনোনয়নপত্র দাখিল ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ১৪ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ১৫ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ১৬ সেপ্টেম্বর, ভোটগ্রহণ ২৫ সেপ্টেম্বর, ফলাফলও সেদিনই প্রকাশ করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম বলেন, মনোনয়ন ফরম সংগ্রহের সময় ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া নির্বাচন নিয়ে আরও কিছু তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে। ভোটকেন্দ্র আবাসিক হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ভোটার তালিকায় ছবি সংযুক্তি ও সাইবার বুলিং রোধে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে।