ডাকসু নির্বাচন: টিএসসিতে নারী ভোটারদের দীর্ঘ লাইন

চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।
এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট দিতে আসা নারী শিক্ষার্থীদের ভিড় দেখা গেছে। টিএসসি ভোট কেন্দ্রে বেগম রোকেয়া হল ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীরাই বেশি ভোট দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, কয়েকশ নারী শিক্ষার্থী ভোট দেওয়ার লাইনে দাঁড়ানো। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সেই লাইন আরও দীর্ঘ হচ্ছে। এমনকি লাইন টিএসসির প্রাঙ্গণ ছাড়িয়ে রাস্তায় গেছে।
লাইনে দাঁড়ানো আইন বিভাগের শিক্ষার্থী রিজওয়ানা রশ্মি বলেন, কয়েকদিন পর ক্যাম্পাস থেকে চলে যাব। এ সময় এসে এমন উৎসবমুখর ভোটে অংশ নিতে পেরে ভালো লাগছে। গত কয়েকদিন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ ছিল। অনেক প্রার্থীর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। অনেক যোগ্য প্রার্থী আছেন। আশা করি যোগ্য প্রার্থীরা বিজয়ী হয়ে ক্যাম্পাস সংস্কারের কাজ করবেন।

সাইকোলজি বিভাগের শিক্ষার্থী তর্পিতা ইসলাম অব্দি বলেন, এটা জীবনের প্রথম ভোট। তাই সকালেই চলে আসছি। আশা করি ভোট সুষ্ঠু হবে।