আন্তর্জাতিক ট্যুরিস্ট গাইড দিবস আজ

আজ ২১শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক ট্যুরিস্ট গাইড দিবস। বিশ্ব ক্রমাগত ছোট হয়ে আসছে। ইন্টারনেটের মাধ্যমে আমরা হাতের নাগালেই পেয়ে যাচ্ছি পৃথিবীর অন্য প্রান্তের খবর। অন্য দেশের দর্শনীয় স্থানগুলো দেখে ফেলতে পারছি কয়েক সেকেন্ডেই। কিন্তু মুঠোফোনে বা টিভিতে দেখে আমাদের মন ভরে না। তাই আমরা ঘুরতে চলে যাই পৃথিবীর নানা প্রান্তে। টুরিস্ট হিসেবে অন্য আরেকটি দেশে গেলে আমাদের সাহায্যের প্রয়োজন পড়ে। আর এ ক্ষেত্রে আমাদের বন্ধু হিসেবে কাজ করে ট্যুরিস্ট গাইড।
বর্তমান বিশ্বে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে ট্যুরিস্টদের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য ট্যুরিস্টদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তাই আমাদের দেশে প্রতিনিয়ত আসছে অসংখ্য ট্যুরিস্ট। এসব ট্যুরিস্টদের ঘুরে বেড়ানোর জন্য প্রয়োজন হয় একজন গাইডের। যিনি ট্যুরিস্টদের ভ্রমণ সম্পর্কে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। তারা না থাকলে কি হতো একবার চিন্তা করে দেখেছেন? বিশ্ব ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশন ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ট্যুরিস্ট গাইড দিবস হিসেবে ঘোষণা করেছে। এই দিন সারাবিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও উদযাপন করা হয়।