‘মমতাজ মেহেদি রঙে রাঙাতে’ বিজয়ী হলেন তাপস

আজ অনুষ্ঠিত হয়ে গেল রিয়েলিটি শো ‘মমতাজ মেহেদি রঙে রাঙাতে’-এর গ্র্যান্ড ফিনালে। ১৫ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন রংপুরের ছেলে তাপস চন্দ্র রায়। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রাম বিভাগের লিটা এবং তৃতীয় স্থাল দখল করেছেন রংপুরের তেহমী ইবতিতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং মমতাজ হারবাল প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মাদাদ আলী ভিরানী। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মমতাজ হারবাল প্রোডাক্টসের জেনারেল ম্যানেজার আবদুস ছাত্তার, এনটিভির হেড অব প্রোগ্রাম মোস্তফা কামাল সৈয়দ, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং রঞ্জন কুমার দত্ত, এনটিভির পোগ্রামের জেনারেল ম্যানেজার খোরশেদ আলমসহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিজয়ীদের পুরস্কার হিসেবে প্রথম স্থান অধিকারীকে দেওয়া হয় এক লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে দেওয়া হয় ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী পান ২৫ হাজার টাকা। এ ছাড়া বাকি ১২ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হয় এবং মমতাজ ও এনটিভির পক্ষ থেকে সবাইক সার্টিফিকেট দেওয়া হয়।
গত ৩১ মে থেকে দেশব্যাপী মেহেদিশিল্পীদের নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। সারা দেশ থেকে মোট পাঁচ হাজার প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন। চারটি বিভাগ থেকে পরপর চারটি অডিশন পার করে মোট ৫০ জনকে বাছাই করা হয়। এরপর সিলেকশন রাউন্ড থেকে সেরা ১৫ জনকে বাছাই করা হয় গ্র্যান্ড ফিনালের জন্য। বাছাইকৃত প্রতিযোগীরা ১৫ জন মডেলের হাতে মেহেদি দিয়ে নিপুণ হাতে আল্পনা আঁকেন। সেখান থেকে বিচারকরা তিনজন বিজয়ীকে বাছাই করেন। এই শোতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস আরা, হাশেম খান ও ফারনাজ আলম।