মানিব্যাগে টাকা ছাড়া রাখুন ৫ জিনিস

মানিব্যাগ এমনই একটা জিনিস যেখানে শুধু টাকা-পয়সাই নয়, আরও অনেক দরকারি জিনিস রাখা যেতে পারে যেগুলো আপনার দৈনন্দিন জীবন ও অফিসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিচে একটি তালিকা দেওয়া হলো:
বিজনেস কার্ড
মানিব্যাগে আপনার প্রফেশনাল যোগাযোগের জন্য বিজনেস কার্ড রাখতে পারেন।
অফিস আইডি কার্ড
মানিব্যাগে অফিস আইডি কার্ড রাখা খুবই জরুরি। কেননা এই কার্ড যেকানো প্রয়োজনে আপনার দরকার হতে পারে। তাই মানিব্যাগে অফিস আইডি কার্ড রাখুন।
আইডি কার্ডের ফটোকপি /বাস/মেট্রো কার্ড
প্রবেশাধিকার বা পরিচয়ের জন্য এবং যাতায়াতের সুবিধার জন্য বাস/মেট্রো কার্ড রাখুন মানিব্যাগে। যাতায়াতের সুবিধার জন্য যা আপনাকে সহায়তা করবে।
ইনস্যুরেন্স কার্ড
দুর্ঘটনা বা চিকিৎসার সময় প্রয়োজন হতে পারে এই ইনস্যুরেন্স কার্ড। সুতরাং মানিব্যাগে এটি রাখুন যত্ন সহকারে।
এক্সট্রা পাসপোর্ট সাইজ ছবি
আপনার কোনো অফিসিয়াল কাজে যেকানো সময় প্রয়োজনে পাসপোর্ট সাইজ ছবি লাগতে পারে। তাই এক্সট্রা পাসপোর্ট সাইজ ছবি রাখতে পারেন আপনার মানিব্যাগে।
কিছু ভাঙতি কয়েন
ছোটখাট কেনাকাটায় ভাঙতি কয়েন সাহায্য করে। সুতরাং মানিব্যাগের এক কোণে কিছু ভাঙতি কয়েন রাখুন।
জরুরি যোগাযোগ নম্বর
একটি কাগজে লিখে জরুরি যোগাযোগ নম্বরগুলো রাখতে পারেন আপনার মানিব্যাগে। যেকোনো প্রয়োজনে মানিব্যাগে রাখা এই নম্বর আপনার বিপদের বন্ধু হতে পারে।