বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এনটিভি অনন্য : অধ্যাপক রেজাউল করিম

বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩তম বর্ষে পদার্পণ করছে— এটি নিঃসন্দেহে গণমাধ্যম জগতে গৌরবময় এক মাইলফলক।
বিশেষ এই দিনটি উপলক্ষে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এনটিভির সকল কর্মকর্তা, সাংবাদিক, কর্মী ও শুভানুধ্যায়ী দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
যাত্রার শুরু থেকে এনটিভি তার পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা— প্রতিটি ক্ষেত্রেই এনটিভি যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছে, তা জাতিকে সচেতন ও দায়িত্বশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
একটি গণমাধ্যমের প্রকৃত শক্তি নিহিত থাকে তার নৈতিক অবস্থান ও জনগণের আস্থায়। এনটিভি এই বিশ্বাসের ভিত্তি নির্মাণ করেছে দীর্ঘ পরিশ্রম ও সততার মাধ্যমে।
শুধু সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ না থেকে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ গঠনের দিকেও নজর দিয়েছে এনটিভি, যা প্রশংসার দাবি রাখে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সমাজ বরাবরই সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয়। এনটিভির সংবাদ পরিবেশনা সেই আদর্শিক অবস্থানকে শক্তিশালী করেছে। আমাদের তরুণ প্রজন্ম যাতে সঠিক তথ্য পায়, যুক্তিভিত্তিক সমাজ গঠনে অংশ নিতে পারে— এক্ষেত্রেও এনটিভির অবদান প্রশংসনীয়।
আমি আশাবাদী, আগামীতেও এনটিভি সততা ও দায়িত্বশীলতার সাথে অগ্রযাত্রা অব্যাহত রাখবে। দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সামাজিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে।
লেখক : উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।