‘পুঁজিবাজার নিয়ে জনসচেতনতা বাড়াতে এনটিভির ভূমিকা প্রশংসনীয়’

দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে এনটিভি দায়িত্বশীল সাংবাদিকতা, সম্প্রচারে নতুনত্ব এবং জাতীয় অগ্রগতির প্রতি অবিচল প্রতিশ্রুতি নিয়ে দেশি-বিদেশি দর্শকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
অর্থনীতি ও আর্থিক খাত, বিশেষত পুঁজিবাজার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এবং জ্ঞান ছড়িয়ে দিতে এনটিভির ভূমিকা প্রশংসনীয়। আশা করি, এনটিভি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে এবং আরও সাফল্য ও অর্জনের পথে এগিয়ে যাবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এনটিভি পরিবারকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
লেখক: চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।