প্রত্যাশা করব, এনটিভি সবসময় জনগণের পক্ষে কাজ করবে : গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এনটিভি ২২ বছর অতিক্রম করে ২৩ বছরে পর্দাপণ করেছে। আমরা সবসময় প্রত্যাশা করব, এনটিভি সবসময় বস্তুনিষ্ঠ এবং জনগণের পক্ষে কাজ করবে। আমরা এটা প্রত্যাশা করি না— কোনো মিডিয়া কোনো দলের পক্ষে কাজ করবে।
তিনি বলেন, মিডিয়া জনগণের পক্ষ কাজ করবে। গণমানুষের পক্ষে কথা বলবে। সমাজের চলমান যে বিষয়গুলো সাধারণ মানুষের জন্য ক্ষতিকর সেগুলো তারা জনসম্মুখে তুলে ধরবে, সাহসের সাথে তুলে ধরবে— এটা আমরা বিশ্বাস।
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এতদিন হয়তোবা মিডিয়ার তেমন কোনো স্বাধীনতা ছিল না। আমার মনে হয় এখন মিডিয়ার এই স্বাধীনতা আছে। এই স্বাধীনতাকে কাজে লাগাতে হলে জবাবদিহিতা থাকতে হয়। অর্থাৎ আমি যদি স্বাধীনতা ভোগ করতে চাই, সেখানে আমাদের দায়িত্ব আছে। পলিটিক্যাল সায়েন্সে বলে, যেখানে আমরা অধিকার আছে, সেখানে আমরা কর্তব্যও আছে। সুতরাং মিডিয়ার যেখানে স্বাধীনতা আছে, সেখানে কর্তব্যও আছে। আমি আশা করব, মিডিয়ার কাছে বিশেষ করে এনটিভির কাছে, তারা দায়িত্বশীলতার সাথে দেশের পক্ষে, জনগণের পক্ষে তাদের পথচলা দীর্ঘ করবে।
বিএনপির এই নেতা বলেন, এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত সাংবাদিকসহ যারা যেখানে কাজ করছেন সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের দায়িত্বপালনে জনগণ সন্তুষ্ট হবে— সেই প্রত্যাশা করি।
লেখক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য।