২২ বছরে বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রেখেছে এনটিভি
এনটিভি ২২ পেরিয়ে ২৩ বছরে পদার্পণ করল। আমি এনটিভির মালিক এবং এর সাথে জড়িত সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই।
বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে এনটিভি গত ২২ বছরে অনেক অবদান রেখেছে— উন্নয়নের ক্ষেত্রে তথ্যপ্রবাহ অব্যাহত রাখা এবং মানুষকে ক্ষমতায়নের ক্ষেত্রে তথ্য দিয়ে। আমি আশা করি এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
গণঅভ্যুত্থানের পরে সুষ্ঠু নির্বাচনের যে পথ উন্মুক্ত হয়েছে এবং গণতান্ত্রিক পথ প্রশস্ত হয়েছে, আমি আশা করব, এনটিভি এই প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লেখক : নির্বাচন সংস্কার কমিশনের প্রধান