জুবাইলে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করেছে সৌদি আরবের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। সৌদি আরবের পূবাঞ্চলের জুবাইল শহরের স্থানীয় রাস আল খায়ের কমপ্লেক্সে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শোয়াইব বিন আহমেদ সোহেলের সভাপতিত্বে এবং সোহেল আরমান ও শামীম আল মামুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তৌফীক এলাহী কবির, প্রধান বক্তা শফিউল আলম শফি, বিশেষ অতিথি মিজানুর রহমান ও এয়ার আহমেদ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সুমন মাহমুদ, জামাল, শাহ আলম, জানে আলম, রুহুল আমিন প্রমুখ নেতারা।
সভায় শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রবাসী নেতারা বলেন, জিয়াউর রহমান জাতিকে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছিলেন। তিনি সংবাদপত্র ও মুক্তচিন্তার পথ উন্মুক্ত করে দিয়েছিলেন।
সভায় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। বিপুলসংখ্যক প্রবাসী এই অনুষ্ঠানে অংশ নেন।