মালয়েশিয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এনটিভি দর্শক ফোরাম-মালয়েশিয়ার উদ্যোগে উদযাপন করা হয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, শিক্ষার্থী, শ্রমজীবী, কর্মজীবী, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি উদযাপিত হয়।
এনটিভি দর্শক ফোরাম-মালয়েশিয়ার প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব সুফি আব্দুল্লাহিল মারুফ। তিনি বলেন, এনটিভি একটি জনপ্রিয় টেলিভিশন। এটি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে থাকে। এনটিভির সকল অনুষ্ঠানই দর্শকের কাছে খুব জনপ্রিয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালয়েশিয়া আলফা ইউনিভার্সিটির শিক্ষার্থী সাবরিনা জান্নাত সূচনা এবং ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী আদিবা আহমেদ। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এনটিভির বিগত দিনের অর্জনগুলো তুলে ধরে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান সূচনা বক্তব্যে বলেন, মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়েই এনটিভির সব কার্যক্রম পরিচালিত হয়। ভবিষ্যতেও এনটিভি প্রবাসীদের পাশে থাকবে।
এ সময় এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোসাদ্দেক আলীরর একটি ভিডিও শুভেচ্ছাবার্তা প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের প্রিন্সিপাল মো. সালাউদ্দিন ভূঁইয়া, মাহতাব ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান মাহতাব উদ্দিন বিশ্বাস, নাইস ইন্টারন্যাশনাল হোটেলের ম্যানেজিং ডিরেক্টর খন্দকার হাসান কবির, বাইফা অ্যাওয়ার্ডের প্রেসিডেন্ট শাহরিয়ার স্বপন, মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি মাহবুব আলম শাহ, যুবনেতা জসিম উদ্দিন, নারী উদ্যোক্তা পাপিয়া আক্তার ও সোনিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। সেই সঙ্গে এনটিভির পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন কায়সার হামিদ হান্নান।