দেশে ফিরেছেন ৬৫ হাজার ৫৭৩ জন হাজি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে পর্যায়ক্রমে ৬৫ হাজার ৫৭৩ জন বাংলাদেশি হাজি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন। শনিবার (৫ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিসের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ফিরতি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন পাঁচ হাজার সাতজন ও বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৬০ হাজার ৫৬৬ জন হাজি। চলতি বছর হাজিদের পরিবহণে তিনটি বিমান সংস্থা যুক্ত ছিল— বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্স।
তাদের মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি ফিরিয়ে এনেছে ৩০ হাজার ৪৪৩ জন হাজি। সৌদি এয়ারলাইন্স এনেছে ২৬ হাজার ৩৫৪ জন ও ফ্লাইনাস ফিরিয়েছে আট হাজার ৭৭৬ জন।
ফেরত আসা এই হাজিদের পরিবহণে এখন পর্যন্ত মোট ১৮০টি ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৫টি, সৌদি এয়ারলাইন্স ৭২টি ও ফ্লাইনাস পরিচালনা করেছে ২৩টি ফ্লাইট।
হজ পালন করতে গিয়ে এ বছর মোট ৪২ জন বাংলাদেশি মারা গেছেন। মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ ও ১১ জন নারী।
হজ অফিস জানিয়েছে, অধিকাংশ মৃত্যু ঘটেছে বার্ধক্যজনিত অসুস্থতা ও বিভিন্ন জটিলতার কারণে।
হজ অফিস আরও জানিয়েছে, সার্বিক হজ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সরকারের বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। হাজিদের যথাযথ সেবা নিশ্চিতে বিমানবন্দরে হজ কাউন্টার, মেডিকেল টিম ও সহায়তাকারী কর্মীরা প্রস্তুত রয়েছেন।
এ বছর হজযাত্রা শুরু হয়েছিল ২৯ এপ্রিল থেকে। সর্বশেষ ফ্লাইট সৌদি আরবে গিয়েছিল ৩১ মে। মূল হজ অনুষ্ঠিত হয়েছে ৫ জুন। ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।