দৃষ্টিনন্দন মুন্সী বাড়ি জামে মসজিদ

আকাশের দিকে মাথা উঁচিয়ে আছে সুবিশাল স্তম্ভ। তার আশপাশে আরও কয়েকটি ছোট-বড় গম্বুজ। সাদা রঙে রাঙানো মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যেতে বাধ্য। একদিকে শুভ্রতার পরশ, আরেকদিকে নির্মল হাওয়া মিলেমিশে একাকার। মন যেখানে পবিত্রতায় হারিয়ে যেতে চায় আল্লাহর পানে। এমনই এক মসজিদ স্থাপত্যের অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে কুমিল্লার চৌদ্দগ্রামের কাশিনগরে। যা পরিচিত ‘কাতালিয়া মুন্সী বাড়ি জামে মসজিদ’ নামে। বিস্তারিত ভিডিওতে...