লাভের ৬৫ শতাংশ রিটেইল প্রফিটে, বাকীটা শেয়ারহোল্ডারদের

পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির মুন্নু সিরামিকের ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে (জুলাই-জুন) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা। এর মধ্যে কোম্পানির শেয়ারহোল্ডাররা পাবে ১ টাকা বা ৩৪ দশমিক ৭১ শতাংশ। বাকী ১ টাকা ৯১ পয়সা বা ৬৫ দশমিক ২৯ শতাংশ চলে যাবে কোম্পানির রিটেইল প্রফিটে।
২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরে মুন্নু সিরামিকের শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৯১ পয়সা। আগের ২০২১-২০২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩ পয়সা। এসময়ের ব্যবধানে ইপিএস বেড়েছে ১ টাকা ৯১ পয়সা বা ১৮৫ দশমিক ৪৪ শতাংশ। সমাপ্ত অর্থবছরে শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে নেগেটিভ ২ টাকা ৯৬ পয়সা। আগের অর্থবছরের এনওসিএফপিএস ছিল ২ টাকা ৩ পয়সা।
গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮০ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরে এনএভিপিএস ছিল ৮৩ টাকা ১ পয়সা। ঘোষিত শূন্য লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর, বেলা ১১টায়। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ ডিসেম্বর।
অন্যান্য খাতের প্রভাবে মুনাফায় ইতিবাচক জানিয়ে কোম্পানি এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, আগের অর্থবছর থেকে সমাপ্ত অর্থবছরে মুনাফা বেড়েছে। এতে শেয়ার প্রতি আয় বেড়েছে ১৮৫ শতাংশ। কিন্তু সমাপ্ত অর্থবছরে গ্রাহকদের কাছ থেকে নগদ প্রাপ্তি হ্রাস পেয়েছে। সুদ বৃদ্ধিতে শেয়ার প্রতি নগদ প্রবাহ নেতিবাচক হয়। একই সাথে কোম্পানির সম্পদ নিষ্পত্তির কারণে শেয়ার প্রতি সম্পদমূল্য কমেছে।
উল্লেখ্য, ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় মুন্নু সিরামিক। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩৭ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। শেয়ার সংখ্যা ৩ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৩১৭টি। রোববার লেনদেন শুরুতে কোম্পানিটির শেয়ার প্রতি দর ছিল ১০৫ টাকা। কোম্পানিটির উদ্যোক্ত পরিচালক ৪২ দশমিক ৪৭ শতাংশ শেয়ার ধারণ করেছে। এছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালক ৮ দশমিক ১৮ শতাংশ, বিদেশি দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৪৯ দশমিক ১৯ শতাংশ শেয়ার ধারণ করেছে।