লভ্যাংশ দেবে আইসিবি ইসলামী ব্যাংক

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামী ব্যাংকের সমাপ্ত হিসাব বছরে (২০২৪, জানুয়ারি-ডিসেম্বর) শেয়ারহোল্ডারদের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে কোম্পানিটির পর্ষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে এক টাকা ৪২ পয়সা। আগের সমাপ্ত বছরে (২০২৩, জানুয়ারি-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৮৫ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ এক টাকা ৪৩ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৭৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ২০ টাকা ৭৮ পয়সা। আগের সমাপ্ত হিসাব বছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল নেগেটিভ ১৯ টাকা ৩৬ পয়সা।
একইসঙ্গে চলতি বছরের প্রথম প্রান্তিক (২০২৫, জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান ছিল ২১ পয়সা। আলোচিত প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে নেগেটিভ দুই পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ এক টাকা ৪০ পয়সা। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে নেগেটিভ ২০ টাকা ৪৯ পয়সা।