বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে কাফন বিক্ষোভ

পুঁজিবাজারে টানা পতনের প্রতিবাদে এবার কাফনের কাপড় পরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। এই বিক্ষোভে থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি জানান তারা। একইসঙ্গে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদের পদত্যাগ দাবি জানান।
আজ বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে মতিঝিলে কাফনের কাপড় পরে রাস্তায় নেমে বিক্ষোভ করেন বিনিয়োকারীরা।
বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পুঁজিবাজার বোঝেন না। এটা যেমন সাধারণ বিনিয়োগকারীরা বলছেন, তেমনি বিএসইসির সাবেক চেয়ারম্যানসহ স্টেকহোল্ডাররা বলছেন। তাই দ্রুত বিএসইসির চেয়ারম্যান পদ থেকে খন্দকার রাশেদ মাকসুদকে পদত্যাগ করা উচিত। তারা বলেন, মাশরুর রিয়াজকে নিয়ে বিতর্ক উঠতেই তিনি আর বিএসইসিতে চেয়ারম্যানের দায়িত্ব নেননি। অথচ এখন সবাই রাশেদ মাকসুদের বিপক্ষে এবং তার পদত্যাগ চায়। তারপরও রাশেদ মাকসুদ পদত্যাগ করছেন না। এটা থেকেই তার অযোগ্যতার বিষয়টি ফুটে উঠেছে।

আগামী ১১ মে পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে বসবেন জানিয়ে তারা বলেন, প্রধান উপদেষ্টা ওইদিন পুঁজিবাজারের বর্তমান অবস্থার কথা শুনবেন। আশা করছি, ওই বৈঠকে বিনিয়োগকারীদের রাখবেন। বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়া এই বৈঠক ফলপ্রসূ হবে না।