সোনালী লাইফের তহবিল কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্সের জীবন বিমা তহবিল ৭৭ কোটি টাকা কমেছে। পাশাপাশি কমেছে কোম্পানির পরিচালন সক্ষমতা। আজ বুধবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির জীবন বিমা তহবিলের আকার দাঁড়ায় ৭৯১ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা। আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে যেখানে তহবিলের আকার ছিল ৮৬৮ কোটি ৫১ লাখ ৪০ হাজার টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানির জীবন বিমা তহবিলের আকার কমেছে ৭৬ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ পরিচালন প্রবাহ দাঁড়ায় ১৬ টাকা তিন পয়সা। আগের বছরের একই সময় শেষে যা ছিল ৫৪ টাকা ৬৯ পয়সা।
ডিএসইর মাধ্যমে আজ কোম্পানিটির ২০২৪ সালের তিন প্রান্তিকের (জানুয়ারি-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বিএসইসির কোম্পানি আইন অনুযায়ী, প্রান্তিক শেষ হওয়ার পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে কোম্পানিকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে হবে। এক্ষেত্রে কোম্পানিটি বিএসইসির আইন লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি।