তারপরও পাকিস্তানে উপরে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হেরে নারী বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। লিগ টেবিলে সপ্তম স্থানে থেকে বিদায় নেয় রুমানা-সালমারা। বাদ পড়েছে পাকিস্তানও। বাংলাদেশের পরে তাদের অবস্থান, আছে আট নম্বরে।
এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও ভারতের মধ্যে দুটি দল শেষ চারে খেলবে। দক্ষিণ আফ্রিকাকে শেষ ম্যাচে হারাতে পারলে ভারত উঠে যাবে পরের পর্বে।
আইসিসি নারী বিশ্বকাপের পয়েন্ট টেবিল
১. অস্ট্রেলিয়া: ম্যাচ-৭, জয়-৭, হার-০, পয়েন্ট-১৪ (নেট রান-রেট: +১.২৮৩)।
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৬, জয়-৪, পরিত্যক্ত-১, হার-১, পয়েন্ট-৯ (নেট রান-রেট: +০.০৯২)।
৩. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৭, জয়-৩, পরিত্যক্ত-১, হার-৩, পয়েন্ট-৭ (নেট রান-রেট: -০.৮৮৫)।
৪. ইংল্যান্ড: ম্যাচ-৬, জয়-৩, হার-৩, পয়েন্ট-৬ (নেট রান-রেট: ০.৭৭৮)।
৫. ভারত: ম্যাচ-৬, জয়-৩, হার-৩, পয়েন্ট-৬ (নেট রান-রেট: +০.৭৬৮)।
৬. নিউজিল্যান্ড: ম্যাচ-৬, জয়-২, হার-৪, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.২২৯)।
৭. বাংলাদেশ: ম্যাচ-৬, জয়-১, হার-৫, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৮০৯)।
৮. পাকিস্তান: ম্যাচ-৬, জয়-১, হার-৫, পয়েন্ট-২ (নেট রান-রেট: -১.২৮০)।