চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ, উয়েফার অন্য প্রতিযোগিতায় ইংলিশ ক্লাবের দাপট

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির কাছে আর্সেনাল হারলেও উয়েফার অন্য দুই টুর্মামেন্টে ভালো করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। উয়েফা ইউরোপা লিগ ও কনফারেন্স লিগের শেষ চারে খেলা তিন ইংলিশ ক্লাবের তিনটিই পেয়েছে বড় জয়ের দেখা।
বৃহস্পতিবার (১ মে) রাতে সান মামেসে খেলতে নেমেছিল চলতি মৌসুমে ভুগতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। তবে, মাঠে নেমেই পুরনো চেহারায় ফেরে দলটি। স্বাগতিক অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে তুলে নেয় ৩-০ গোলের দারুণ জয়।
অথচ প্রিমিয়ার লিগে এই দলটিই সর্বশেষ পাঁচ ম্যাচে জয়বঞ্চিত। এই সময়ে মাত্র দুটি ম্যাচ ড্র করে দুই পয়েন্ট সংগ্রহ করেছে রুবেন আমোরিমের দল। লিগ টেবিলের ১৪ নম্বরে আছে তারা।
একই কথা বলা চলে টটেনহাম হটস্পারকে নিয়েও। লিগে ক্লাবটির অবস্থান ১৬তম। শেষ আট ম্যাচে জয় মাত্র একটিতে, একটিতে ড্র। বাকি ছয়টিই হেরেছে তারা। ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে অবশ্য অসাধারণ জয় পেয়েছে দলটি। নরওয়ের ক্লাব বোদোগ্লিমৎকে হারিয়েছে ৩-১ ব্যবধানে।
এদিকে, সুইডিশ ক্লাব ইউগোর্ডেনের বিপক্ষে ৪-১ গোলের জয় তুলে কনফারেন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে চেলসি।
আগামী সপ্তাহে ঘরের মাঠে ফিরতি লেগের ম্যাচ খেলবে চেলসি ও ইউনাইটেড, আর টটেনহাম খেলবে অ্যাওয়ে ম্যাচ। প্রথম লেগে বড় ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনালে পৌঁছাতে তিন দলের কারও খুব বেশি বেগ পাওয়ার কথা নয়।