র্যাঙ্কিংয়ে অবনতি, কী বার্তা দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট?

বাংলাদেশ দলের প্রিয় ফরম্যাট কোনটা? প্রশ্নটি করা হলে এক সেকেন্ডের কম সময়েই উত্তর আসবে। উত্তর আসলে সবার জানা। বাংলাদেশ ক্রিকেট দলের প্রিয় ফরম্যাট ওয়ানডে। যত অর্জন, তার অধিকাংশই এসেছে ৫০ ওভারের ম্যাচে। কত অর্জন? এখন মানুষ বোঝে, অর্জন নেই। যা আছে তা কেবল ফাঁকা বুলি। অর্জনের চেয়ে গর্জন বেশি।
আইসিসি র্যাঙ্কিংয়ে একটা সময় ১০ নম্বরে থাকত বাংলাদেশ। কালেভদ্রে ম্যাচ জিতলে রেটিং পয়েন্ট বাড়ত। আবার হেরে গিয়ে কমে যেত। ১০ এর বলয় থেকে বের হওয়া হতো না সহসা। ২০১৫ সালের পর থেকে আস্তে আস্তে ভাঙতে শুরু করে ১০ এর বলয়। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠেছিল ৬ নম্বরেও। সেসব অতীতের খাতায়। আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিং বলছে, বাংলাদেশের বর্তমান অবস্থান দশম।
তালিকায় বাংলাদেশকে ছাড়িয়ে গেছে আফগানিস্তান। শুধু ছাড়িয়ে যাওয়া নয়, তারা আছে বেশ ওপরে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে আফগানদের অবস্থান সাত নম্বরে। বাংলাদেশের ওপর আছে ওয়েস্ট ইন্ডিজ। অথচ, গত এক দশকের অধিকাংশ সময়ে দুদলই ছিল বাংলাদেশের পেছনে। আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬, পয়েন্ট ২ হাজার ২০৫। ১২৪ রেটিং ও ৪ হাজার ৪৭১ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে।
যে ফরম্যাট বাংলাদেশের সবচেয়ে প্রিয়, সেখানেই চ্যাম্পিয়নস ট্রফিতে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। সুযোগ-সুবিধা, চাকচিক্য, আভিজাত্য—কোনো কিছুর কমতি নেই বাংলাদেশ দলের। তবু, মাঠের খেলায় খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। কখনও কখনও জ্বলে ওঠেন, তাতে মেতে ওঠে ভক্তরা। তারকারাও ভাবেন, কাজ তো হলোই। পারফরম্যান্সের এমন নিম্নমুখী গ্রাফ আসলে কী বার্তা দিচ্ছে? ক্রিকেটাররাই বা কবে উপলব্ধি করবেন, মাঠের খেলায় নিজেদের উজাড় করে দিতে হবে।